জিপিএ-৫ গোল্ডেন প্রাপ্ত চার উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা

0
119

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধব পাড়ার পাউশগাড়া সিনিয়ার (ফাঃ) মাদ্রাসায় ৪৫১ জন্য জিপিএ-৫ গোল্ডেন প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রধান করেন দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ)

আজ শনিবার বেলা ১২ টায় খট্টমাধব পাড়া ইউনিয়নের পাউশগড়া সিনিয়ার (ফাঃ) মাদ্রাসা চত্বরে ২০২২ সালের এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ গোল্ডেন প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ও দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সভাপতি মাসুদ আলী খান।

সংবর্ধনা অনুষ্ঠানে হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র- ছাত্রী সহ নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, উন্নয়ন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, হাকিমপুর উপজলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, ডা: আরিফুজ্জামান মিলন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলার ১নং খট্টামাধব পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার রহমান, হাকিমপুর উপজেলা একাডেমী সুপার ভাইজার সাখোয়াত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।