আমের গুটি ঝরা রোধে কৃষকদের করণীয়

0
208

রনজিত কুমার পাল বাবু ঢাকা জেলা প্রতিনিধি:

প্রাকৃতিক দূর্যোগ ছাড়া আমের গুটি ৪ কারণে ঝরে-
১। মাটিতে রসের/পানির অভাব হলে;
২। পোকার আক্রমণ হলে;
৩। আমের রোগ হলে ও
৪। সারের অভাব হলে।

১। মাটিতে রসের/পানির অভাব হলে:
সাধারণত ফাল্গুন-চৈত্র (মার্চ-এপ্রিল) মাসে বৃষ্টিপাত কম হয়। এতে মাটিতে রসের/পানির অভাব দেখা দিতে পারে ফলে আমের গুটি ঝরে পড়তে পারে।

করণীয়:
আমের গুটি মটরদানার মতো হলে গাছের গোড়া বেঁধে দিয়ে জমির ধরন অনুযায়ী ১০-১৫ দিন পরপর ৩-৪ বার পানি সেচ দিতে পারেন।

২। পোকার আক্রমণ হলে:
আমের গুটি মটরদানা/মার্বেল আকৃতির হলে হপার ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণের কারণে ফল ঝরতে পারে।

করণীয়:

>সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক-যেমন: রিপকর্ড, সাইপেরিন, রেলোথ্রিন, বাসাথ্রিন, সানমেরিন, কর্ট, বুস্টার, হেমাথ্রিন, রাইস, ম্যাজিক, মিমসাইপার, শেফা, সুরক্ষা ১০ ইসি ইত্যাদির যে কোন একটি প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

অথবা
ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন: ইমিটাফ, ইমপেল, ইমু, টিডো, এডমায়ার ২০এসএল কনফিউডর ৭০ ডাব্লিউ ডিজি, জাদিদ ২০০ এসএল ইত্যাদির যে কোন একটি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি/গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

৩। আমের রোগ হলে:
অ্যানথ্রকনোজ ও পাউডারি মিলডিও রোগের কারণে আমের গুটি ঝরতে পারে।

করণীয়:

>কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক-যেমন: গোল্ডাজিম, অটোস্টিন, নোইন, এমকোজিম, ফরাস্টিন, হেডাজিম, সিডাজিম, বেন্ডাজিম, আরবা, নোভা ৫০ ডব্লিউপির যে কোন একটি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে অথবা কাজিম ৮০ ডাব্লিউজি প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

অথবা
প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন: টিল্ট, একোনাজল, প্রোটাফ, প্রাউড, প্রোটেন্ট, সাদিদ ২৫০ ইসির যে কোন একটি প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
অথবা

ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন: ইন্ডোফিল এম-৪৫, নেমিস্পোর, এগ্রিজেব ৮০ ডব্লিউপি, ডায়থেম এম-৪৫, ক্যাম্পনিয়ন, ম্যানসার, কারকোজেবের যে কোন একটি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

৪। সারের অভাব হলে:
করণীয়

>বর্ষার আগে ও বর্ষার পরে বছরে দুই বার গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হবে।

এছাড়া বোরণ সারের অভাবে ফল ঝরে ও ফেটে যেতে পারে। তাই প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।