ধামরাই পৌরসভার বর্ণাঢ্য আয়োজনে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0
90

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ঢাকা জেলার ধামরাই উপজেলার অন্তর্গত ধামরাই পৌরসভার আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জন্মদিনে কেক কেটে আলোচনা সভা দোয়া ও তবারক বিতরনের মধ্য দিয়ে জাতির জনকের জম্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধামরাই পৌরসভার উদ্যোগে সকালে ধামরাই পৌরসভার স্হাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বেলা সাড়ে এগারটার দিকে ধামরাই পৌরসভা চত্বরে ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সভাপতিত্বে কেককাটা অনুষ্ঠান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা শফিক আনোয়ার গুলশান, আওয়ামী লীগ নেতা মাসুম খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, ধামরাই পৌর আ’লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ্, ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোকছেদ আলী, পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ,পৌরসভার কর্মকর্তা -কর্মচারীবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও সাংবাদিকবৃন্দ।