সিরাজদিখান পাবলিক লাইব্রেরী উদ্বোধন

0
98

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে পাবলিক লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই পাবলিক লাইব্রেরী উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এডিসি সার্বিক দীপক কুমার রায়,এডিসি শিক্ষা ও আইসিটি সামিউল মাসুদ,সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ সাব্বির সাজ্জাত। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন,উপজেলা প্রকৌশলী শোয়াইব বীন আজাদ,উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক উপেজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার,সরকারি বিক্রমপুর কে.বি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার,বালুচর ইউপি চেয়ারম্যান আবু বকর,বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দীন,মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল করিম শেখ ,রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চোকদার,জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম পিন্টু, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুমন মিয়া,ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী প্রমুখ।

জানা যায়,আলহাজ্ব মুনসুর খান পাঠাগার নাম পাল্টিয়ে সিরাজদিখান পাবলিক লাইব্রেরী করা হয়।