হিলিতে মূল্য তালিকা না থাকায় ৫ দোকানিকে জরিমানা

0
145

হিলি প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে মুল্যতালিকা টাঙ্গিয়ে না রাখা বাজার মূল্যের চেয়ে বেশি মূল্য নেয়ার অপরাধে ৫ দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে হিলি বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর এর সহকারি পরিচালক মমতাজ বেগম।

তিনি জানান, আসন্ন রমজান উপলক্ষ্যে কোন ব্যাবসায়ী যেন পণ্যের বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নিতে না পারে সে লক্ষেই বাজারের দোকান গুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকারের এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।