ভবনে আর কোনো মৃতদেহ নেই: ফায়ার সার্ভিস

0
79

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডের বিস্ফোরণে বিধ্বস্ত ভবনে আর কোনো মৃতদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২ টা ১০ মিনিটের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুাজ্জামান। দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবেন।

এর আগে বিধ্বস্ত ভবন থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপরই ভবনে আর কোনো মৃতদেহ নেই বলে জানানো হয়। সে হিসেবে বিস্ফোরণ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুাজ্জামান বলেন, উদ্ধার হওয়া মরদেহের ওজন প্রায় ১২০ কেজি, এজন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। মরদেহ মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়। ভবনে আর কোনো মৃতদেহ নেই।

প্রসঙ্গত, গত তিনদিন ধরে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থাকা দোকান বাংলাদেশ স্যানিটারি ম্যানেজার মেহেদী হাসান স্বপনের মৃতদেহের খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বপনের চাচাত ভাই ইত্তেহাদ লিংকন জানিয়েছিলেন, ঢাকার সব হাসপাতালে এবং মর্গে খুঁজেও ভাইকে পাইনি। নিখোঁজ এ ব্যবসায়ীর খোঁজে আজ সকাল সোয়া ৯টায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।