সিরাজদিখানে সুস্থ্য হয়ে বাড়ি ফিরল আরো ৫ জন করোনা রোগী

0
109

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মঙ্গলবার নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। ৯ মে পাঠানো ৩৭ জনের নমুনার ফলাফলে কারোই করোনা শনাক্ত হয়নি। এদিকে, করোনা আক্রান্ত আরও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন । এ নিয়ে এ উপজেলায় ১২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন। বিকেল ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৫ বছর বয়সী অ্যাম্বুলেন্স চালক সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া আইসোলেশন সেন্টারে থাকা উপজেলার ইছাপুরা গ্রামের ফারুক হোসেন (৫০), লতব্দী গ্রামের মাসুম মিয়ার(৪৫), লতব্দী গ্রামের বিপ্লব (৩২)এবং ভাটিমভোগ এলাকার লিপি আক্তার (২৪) সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে ১৫ থেকে ১৬ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তারা। এরমধ্যে দুই দফায় নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তারা করোনা মুক্ত বলে জানানো হয়েছে।