ইইউ ও মার্কিন নিষেধাজ্ঞা ‘অযৌক্তিক’ ও ‘অনর্থক’: রাশিয়া

0
105

ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের পর মস্কো সোমবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে এসব নিষেধাজ্ঞাকে ‘অযৌক্তিক ও অনর্থক’ বলে অভিহিত করেছে। খবর এএফপি’র।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে গৃহীত ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞা একেবারে ‘অযৌক্তিক’।

ইউরোপীয় ইউনিয়নের ১০ দফা নিষেধাজ্ঞার লক্ষ্য হলো সংঘাতের জন্য রাশিয়ার অর্থ প্রবাহ ও সামরিক সরবরাহ কমানো। দেশটির ১২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পেসকভ বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়াকে শায়েস্তা করার জন্য দেশটির আরো লোক ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছে।

‘ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করে তালিকাভূক্ত করা তাদের এমন পদক্ষেপকে অযৌক্তিক’ বলে তিনি উল্লেখ করেন।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ এমন পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মস্কো বলেছে, এক্ষেত্রে ‘আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’‘রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞা কঠোর ক্রিয়া-প্রতিক্রিয়ার নীতির ভিত্তিতে অব্যাহত থাকবে।’