খুলনায় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

0
251

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ শব্দদূষণের বিরুদ্ধে খুলনায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এ সময় শব্দের মান মাত্রার বেশি থাকায় ছয়টি মামলায় চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানার নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ বাস ও ট্রাক চালকদের ছয়টি মামলায় মোট চার হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী চৌদ্দটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় লবণচরা থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।