ভরিতে ১১৬৭ টাকা কমল সোনার দাম

0
130

এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। প্রতি ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর অনুযায়ী ভালোমানের প্রতি ভরি সোনার দাম পড়বে ৯১ হাজার ৯৬ টাকা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন দর কার্যকর হবে বলে জানায় বাজুস।

এর আগে টানা কয়েক দফা বাড়ার পর গত ৪ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম কিছুটা কমে। তখনও ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমানো হয়।

এর আগে ১৪ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায় সোনার দাম। সে সময় ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে পৌঁছায় ৯৩ হাজার ৪২৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম হয় ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হয় ৬৩ হাজার ৬৮৫ টাকা।

গত এক বছরে দেশের বাজারে মোট ২৬ বার সমন্বয় করা হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এর মধ্যে বেড়েছে ১৪ বার আর কমেছে ১২ বার।