নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বির্তকের সৃষ্টি হতে পারে: হাবিবুল আউয়াল

0
107

নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বির্তকের সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার দুপুরে পাবনায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা স্বস্তিদায়ক নির্বাচন আয়োজন করতে চাই। দেশের বড় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের মধ্যে বোঝাপড়া থাকে তাহলে ভালো নির্বাচন উপহার দিতে পারব।”

সিইসি বলেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত, প্রতিদ্বন্দ্বিতামূলক এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “নির্বাহী বিভাগ ও প্রশাসনের আন্তরিকতা দরকার। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারছেন সেটার পরিবেশ তৈরির দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনের। আমাদেরও প্রচেষ্টা আছে নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় নিয়ে যেতে।”

সব দলকে নির্বাচনে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের সেমিনার হল রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ। স্বাগত বক্তব্য দেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন।