হিলিতে দিনব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

0
176

হিলি প্রতিনিধিঃ ‘স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপি প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় হাকিমপুর উপাজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ডেইরী হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপি এ মেলার আয়োজন করা হয়।

প্রদর্শনী মেলায় ৪০ টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগী ও কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। মেলা দেখতে সাধারণ মানুষ ভিড় করেন।

এর আগে ফিতা কেটে মেলার উদ্ভোধনের করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নুর এ আলম, এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী মাহাবুবুর রহমান, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।