কানাডার মন্ট্রিয়লে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
266

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার মন্ট্রিয়লের বাংলাদেশীরা এবারই প্রথম নব নির্মিত ঐতিহাসিক উন্মুক্ত শহীদ মিনারে  ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী দিয়েছে। সিটি কর্তৃপক্ষ প্রজেক্ট  Maison des jeunes
L’Escam pette এর মাধ্যমে মন্ট্রিয়ল শহরের Park de I’Encan পার্কে বাংলাদেশী কমিউনিটির জন্য একটি উন্মুক্ত শহীদ মিনার নির্মাণ করার অনুমতি দেয়। রোমেন আলমের নেতৃত্বে মন্ট্রিয়লে তৈরী হয় ঐতিহাসিক উন্মুক্ত শহীদ মিনার।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য পূর্বেই কমিউনিটির সভায় দীন মোহাম্মদ তপনকে আহ্বায়ক করে সার্বজনীন একুশ উদযাপন কমিটি করা হয়।

একুশ উদযাপন কমিটি নগরীর CEDA হলে ২০ ফ্রেব্রুয়ারী সন্ধ্যা ৭টা থেকে একুশের প্রথম পর্যন্ত ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নারী পুরুষ শিশুদের উপস্থিতিতে হল ছিল কানায় কানায় পূর্ণ।
তৌফিকুর রহমান রাঙার রচনা ও নির্দেশনায় বর্ণমালা নাটক ও গীতি আলোখ্য পরিবেশিত হয়।

দেশত্ববোধক গান পরিবেশন করেন সাফিনা করিম, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ‘বাতাশে লাশের গন্ধ ভাসে’ দ্বৈত কন্ঠে আবৃত্তি অভিনয় করেন বাকি বিল্লাহ বকুল ও জান্নাত ইসলাম তুষ্টি। মুক্তিযুদ্ধের পুঁথিপাঠ করেন বাকি বিল্লাহ বকুল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মন্ট্রিয়ল কানাডা এর সভাপতি হাসান জাহীদ কমল, বিএনপি নেতা ফয়সল চৌধুরী, কানাডা  আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন, কানাডা যুবলীগ সভাপতি বরুণ বনিক, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি বেলায়েত হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল এর প্রশাসক গাজী কমল।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে হিমাঙ্কের ১৬ ডিগ্রী নিচে তাপমাত্রার মধ্যে বরফ ঢাকা শহীদ মিনারের দিকে মিছিল চলতে থাকে। বেলায়েত হোসেন এর নেতৃত্বে বৃহত্তর নোয়াখালী সমিতি, ফয়সল চৌধুরীর নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল কানাডা, দীন মোহাম্মদ তপন এর নেতৃত্বে শহীদ সালাম বরকত বাংলা স্কুল, গাজী কমলের নেতৃত্বে বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল, বরুন বনিকের নেতৃত্বে কানাডা যুবলীগ। রীমা জাহীদ এর নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট মন্ট্রিয়ল, কানাডা, মিছিলে অংশ নিয়ে বরফে আচ্ছাদিত শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

মন্ট্রিয়লের উন্মুক্ত এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা উপস্থিত সবাই ইতিহাসের স্বাক্ষী হয়ে রইল।