শ্রীনগরে আজিজুল হক স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচে নির্ভীক সংঘ লাল দল চ্যাম্পিয়ন

0
380

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে নির্ভীক সংঘের আয়োজনে আলহাজ্ব আজিজুল হক স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচে নির্ভীক সংঘের লাল দল চ্যাম্পিয়ন হয়েছে।

গত মঙ্গলবার বিকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের খোদাইবাড়িতে নির্ভীক সংঘের সভাপতি জাকির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহীনের সঞ্চালনায় ক্রীড়া ও সেবামূলক সংগঠনটির নিজস্ব খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিসমত।

নির্ভীক সংঘের লাল দল বনাম সবুজ দলের মধ্যকার মূল খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে সবুজ দলকে ৩-১ গোলে পরাজিত করে লাল দল। খেলা শেষে খেলোয়ারদের মাঝে ট্রফিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নির্ভীক সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।