ধামরাইয়ে শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারিতে সর্বস্তরের শ্রদ্ধার্ঘ অর্পণ

0
162

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর ঐকান্তিক প্রচেষ্টায় দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পর ধামরাই উপজেলা চত্তরে এই প্রথম নবনির্মিত হয় শহীদ মিনার।সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্ত্বরে নবনির্মিত শহীদ মিনারের বেদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আ’লীগের সভাপতি, স্হানীয় সাংসদ (ঢাকা-২০ ধামরাই) আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহাদ্দেছ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, ধামরাই থানার অফিসার ইনচার্জ( ওসি) মো: আতিকুর রহমান পিপিএম,

সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।