চাঁপাইনবাবগঞ্জে ব্যতিক্রমী গরুর বাছুরের মেলা

0
123

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গবাদিপ্রাণীর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার রাজারামপুর এলাকায় ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে উৎপাদিত বাছুরের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর বদু মিয়ার ফুটবল মাঠে ব্যাকের আয়োজনে দুইঘন্টা ব্যাপী বাছুর প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

পরে ১শ জন খামারী প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেন। তবে ১শ জন খামারীদের মাঝ থেকে ২৫ জন খামারীকে পুরস্কার বিতরণ করা হয়।

ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জোনাল ম্যানেজার এম এ মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডা. জালাল উদ্দিন সরদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাকের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার দেওয়ান মোঃ শহিদুল ইসলাম, রংপুর বিভাগের রিজিওনাল সেলস ম্যানেজার ডাঃ এরমান আলী, রাজশাহী ভেটেরিনারী সার্জন ডাঃ হেলাল মন্ডল, এরিয়া সেলস ম্যানেজার মোঃ জালাল উদ্দীন, ব্যাকের জেলা প্রতিনিধি মনোয়ার বেগমসহ অন্যরা।

ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জোনাল ম্যানেজার এম এ মান্নান বলেন, এ মেলার মাধ্যমে অন্য খামারীদের উৎসাহিত করা। কম খরচে বেশি লাভ করা যাবে। সেই সাথে দুধ ও মাংসের চাহিদা মিটিয়ে বাইরের দেশেও রপ্তানী করা সম্ভব হবে। অনুষ্ঠানে ব্যাক এর সিমেন ব্যবহারকারী শ্রেষ্ঠ ২৫জন খামারীকে পুরস্কার প্রদান করা হয়।