রানীশংকৈলে প্রধান শিক্ষকদের মাসিক রিটার্নস সভা অনুষ্ঠিত

0
172

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (২০শে ফেব্রুয়ারি) উপজেলা হলরুমে উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিনের সভাপতিত্বেপ্রধান শিক্ষকদের মাসিক রিটার্নস সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহোদর,কাদিহাট ও রাউতনগর ক্লাষ্টার শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা । সভায় প্রাথমিক শিক্ষার মান-উন্নয়ন এবং যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন।

এছাড়াও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুঞ্জরুল আলম,জাহিদ হোসেন, ঘনেস্বাম,সীমান্ত বসাক প্রধান শিক্ষক তাহেরা বেগম, আনজুমানারা বেগম, কুশমত আলী, শালিমা খাতুন, মুনসুরা বেগম, শামিমা আক্তার, দিদ্দিকা বেগম, হামিদুর রহমান, জয়নাল আবেদিন, ইয়াকুব আলী, আইয়ুব আলী, দীলারা বেগম, কামরুজ্জামান, আঃমান্নান,হিরু, ক্ষিতিষ, আহসান হাবিব, শাহজাহান আলী, নিলুফা ইয়াসমিন, রুহুল আমিন, রুস্তম আলী, রমজান আলী, সাদেকুল ইসলাম প্রমুখ৷