ঘোড়াঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

0
97

মোঃ শফিকুল ইসলাম শফি,ঘোড়াঘাট: দিনাজপুরের ঘোড়াঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। চারদিকে বাতাসে ছড়াচ্ছে সুবাসিত ঘ্রাণ। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী, ওসমানপুর, গোপালপুর, ডুগডুগীহাট, রামপুরা, বুলাকীপুর, সিংড়া ও ঘোড়াঘাট সদরে বাণিজ্যিক ভাবে লাগানো ছোট বড় বাগানে ও ব্যক্তি উদ্যোগে লাগানো সারি সারি আম গাছে শোভা পাচ্ছে মুকুল। এ বছর ছোট বড় সকল আকারের গাছে পর্যাপ্ত মুকুল ফুটেছে।

যেদিকে চোখ শুধু দৃশ্যমান মুকুলের আভা। মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে। সেই মুকুলের গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। এর মধ্যে ফজলি, রুপালি, গোপালভোগ জাতের আম অন্যতম। বর্তমানে গাছে গাছে সম্পুর্ণ ভাবে মুকুল ফুটেছে।

বাগান মালিক আব্দুল ওয়াহেদ বলেন, আমি নিয়মিত ভাবে আমার বাগান গুলো দেখ ভাল করছি। এখনও কোনো বাগানে সমস্যা দেখা যায়নি। পোকা দমনে বালাইনাশন স্প্রে করেছি। কারণ শুরু থেকে মুকুলের পরিচর্যা করতে পারলে এবার আমের ফলন বাম্পার হবে।

অপর বাগানী উপজেলা রানীগঞ্জ বাজারের মেহেদুল বলেন, গেল বছরের চেয়ে এ বছরে আমের মুকুল বেশ ভালো ধরেছে, এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে রয়েছে, রোগ বালাই কম।

উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার জানান, হপার পোকা আম গাছের মুকুলের কচি অংশের রস চুষে খেয়ে থাকে। এ জন্য মুকুল সবুজ থাকা অবস্থায় কীটনাশক স্প্রে করার পরামর্শসহ কৃষকদের সহযোগীতা করা হচ্ছে। এ উপজেলায় ২৫৯টি আমের বাগান রয়েছে এবং জমির পরিমাণ ৮ হাজার ৮৮ শতক।