দিনাজপুর চেম্বার ভবনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল মার্কেটের নেতৃবৃন্দ ও চেম্বারের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়

0
87

শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম এর পরামর্শক্রমে এবং দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গত ২২ জুলাই ২০২০ ইং তারিখে দিনাজপুর পৌরসভার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মালদাহপট্টিস্থ চেম্বার ভবনের হলরুমে দিনাজপুর শহরের সকল প্রকার কাপড় ব্যবসায়ীদের বিভিন্ন মার্কেট সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক এবং চেম্বার নেতৃবৃন্দের সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি সুজা-উর-রব চৌধুরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ-সভাপতি মানবেন্দ্র দাস মনোজ, পরিচালক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, উদ্দীন ভৌমিক, মালদাহপট্টি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এম. প্রমেল, জাবেদ সুপার মার্কেটের সহ-সভাপতি মোঃ আবু তালেব, সহ-সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন, রেইনবো সুপার মার্কেটের সভাপতি মোঃ কামরুল হাসান ভুট্টো, সাধারন সম্পাদক এস.এম মজিবর রহমান, গুলশান মার্কেটের সভাপতি মোঃ জহির শাহ্, আব্দুর রহিম সুপার মার্কেটের সভাপতি আহমেদ আশফার মর্তুজা, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, লুৎফুন্নেছা টাওয়ার মার্কেটের সভাপতি আহমেদ আসিফ সুজা প্রমুখ।

মত বিনিময় সভায় দিনাজপুর শহরের সকল মার্কেটের দোকানের মালিক ও কর্মচারীদের মুখে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য করতে হবে মর্মে সভায় ঐক্যমত্যে পৌঁছান, সেই সাথে ক্রয়ের উদ্দেশ্যে দোকানে আসা কাস্টমারদেরকেও মাস্ক পরিধান করে প্রবেশ করতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।