পোরসায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন খাদ্যমন্ত্রী

0
223

পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল-ভোগীদের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়।

আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩ নওগাঁ জেলার পোরশা উপজেলাধীন কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের অর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নে উপজেলার ৪০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে দুটি করে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ হিসাবে দুটি টিন, ৪টি পিলার, ১টি করে মেঝের জন্য ক্লোরমেট ও খাদ্য সামগ্রী যেমন নিতপুর ইউনিয়নে ৩১ জন, ১০৫ জন, ছাওড় ইউনিয়নে ১৫০ জন, মুর্শিদপুর ইউনিয়নে ৩৪ জন, গাঙ্গুরিয়া ইউনিয়নের ৪৪ জন, ঘাটনগর ইউনিয়নে ৩৬ জন ও ভিক্ষুক পুনর্বাসন উপলক্ষে ১২ জনকে ৪টি করে ছাগল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে মাননীয় বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এসব সুফল ভুগিদের মাঝে বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সহ আরও অনেকে।