ওসি’র সাথে পুঠিয়া রিপোর্টাস ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

0
147

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর জেলার পুঠিয়া থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রিপোর্টাস ইউনিটি (পিআরইউ) এর সদস্যরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওসি’র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পিআরইউ এর সাংবাদিকরা নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে থানা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ অপরাধ নির্মূলে সততার সঙ্গে কাজ করার আহবান জানান।

এতে নবাগত ওসি ফারুক হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা পুলিশের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা সর্বদা প্রশংসনীয়। সমাজের ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে। সর্বোপরি জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অনেকাংশেই এগিয়ে রয়েছে। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে থানা এলাকাধীন প্রত্যেক জায়গায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা পরিচালনা করবো। এবং মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বনে কাজ করে যাবো। এতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুঠিয়া রিপোর্টাস ইউনিটি (পিআরইউ) এর সভাপতি আরিফ সাদাত, সাধারণ সম্পাদক আরিফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি ইকবালুল বাসার খান ইলু, যুগ্ম সাধারণ সম্পাদক-১ আজহারুল ইসলাম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মনিরুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সনি, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান, দফতর সম্পাদক শাহ সোহানুর রহমান, নির্বাহী সদস্য-১ গোলাম রাব্বানী, শাহাদত হোসেন, মনি রহমান, এম রবিউল ইসলাম, বদিউজ্জামান প্রমুখ।