চরমোনাই মাহফিলে আগত ইসলামী আইনজীবি পরিষদের নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা

0
90

আজ ১৭ ফেব্রুয়ারী শুক্রবার ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলের তৃতীয় দিনে ইসলামী আইনজীবি পরিষদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশ থেকে আগত সংগঠনটির নেতৃবৃন্দের সাথে ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শওকত আলী হাওলাদার বলেন, আইনজীবিরা দেশের জনগণের আস্থার জায়গা। ন্যায় বিচার প্রার্থনা করে দেশের জনগণ বিজ্ঞ আইনজীবিদের দারস্থ হোন। ইসলামী আইনজীবি পরিষদের প্রতিটি আইনজীবিকে ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করতে হবে। যাতে করে দেশের প্রতিটি মানুষের কাছে ইসলামী আইনজীবী পরিষদ গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে পারে।

সভাপতির বক্তব্যে এডভোকেট শেখ লুৎফর রহমান বলেন, প্রচলিত আইন ব্যবস্থায় ইসলামী আইনের প্রভাব বিস্তার না করতে পারলে দেশের মানুষ প্রকৃত ন্যায় বিচার পাবে না। তাই ইসলামী আইনজীবি পরিষদের প্রতিটি বিজ্ঞ আইনজীবিকে সাহসিকতার সাথে ইসলামের গৌরবজ্জ্বল ন্যায় বিচার ব্যবস্থার ব্যাপারে আলোকপাত করতে হবে। তবেই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। তিনি মাহফিলে আগত সকল বিজ্ঞ আইনজীবিদের সুস্বাস্থ্য কামনা করেন।

যৌথ মতবিনিময় সভায় সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি হারুন অর রশিদ, সেক্রেটারী এডভোকেট মশিউর রহমান, জয়েন্ট সেক্রেটারী এডভোকেট আবু হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অর্থ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল হামিদ, সহকারী অর্থ সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান, ইসলামী আইনজীবি পরিষদ বরিশাল শাখার সভাপতি এডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, সেক্রেটারী এডভোকেট আব্দুল করিম খান, ইসলামী আইনজীবি পরিষদ কুষ্টিয়া বার শাখার আহ্বায়ক এডভোকেট আশরাফুল ইসলাম, ময়মনসিংহ বার শাখার আহ্বায়ক এডভোকেট মোস্তফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।