গোপালপুরে প্রাথমিক জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা পুরস্কার ও বিতরণী অনুষ্ঠান

0
136

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পর্যায়ে প্রাথমিক জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে খেলাধুলা, বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এমপি ছোট মনির।

উপজেলা প্রশাসনের আয়োজনে (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা আখতার শিখা, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দীন, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।