প্রথম অধিনায়ক হিসেবে মাশরাফীর শততম ম্যাচ

0
95

বিপিএলে নিজের শততম ম্যাচ আগেই খেলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এবার আরও একটি শতক পূর্ণ করেছেন তিনি। নবম আসরের ফাইনালে খেলতে নেমেই ১০০ ম্যাচে অধিনায়কত্বের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির প্রথম অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে টস করতে নেমেই অনন্য এ মাইলফলক ছুঁয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। বিপিএল আর কেউ এখনও পর্যন্ত ৯০ ম্যাচও অধিনায়কত্ব করেননি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিপিএলের নবম আসরে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিচ্ছেন। তার দল পৌঁছে গেছে ফাইনালে।

এর আগে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ৯৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী। বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয় তার।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফী। এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলবেন নড়াইল এক্সপ্রেস। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফী।

প্রথম দুই মৌসুমে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্টিক শিরোপা জিতেন। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ নেন মাশরাফী।

এর আগে চলতি আসরেই খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন মাশরাফী। বিপিএলে চারটি শিরোপা জয়ী একমাত্র অধিনায়ক তিনি। ২০১৭ সালের পর গত তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি মাশরাফি। এবার সিলেটের হয়ে পৌঁছে গেছেন ফাইনালে। কুমিল্লার বিপক্ষে ম্যাচটি শেষে জানা যাবে, তার সাফল্যের ডানায় নতুন পালক যুক্ত হলো কি না।

সব মিলিয়ে এখন পর্যন্ত দেশের ফ্র্যাঞ্চাইজি আসরটিতে ১০৪ ম্যাচ খেলেছেন মাশরাফি। তবে এর মধ্যে ৫টিতে অধিনায়কত্ব করেননি তিনি। গত আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে ৪ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহর অধিনায়কত্বে। এবার সিলেটের প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম।