পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান

0
138

পর্দা উঠেছে পাকিস্তান প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। বাংলাদেশের সিরিজ থাকায় পিএসএলের এবারের আসরে টাইগার ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। নিলামে না থাকলেও, আসর শুরুর দিনে তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

রবিবার বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম এলিমেনটরে হেরে যায় সাকিবের ফরচুন বরিশাল। এর একদিন পরই সাকিব আল হাসানের পেশোয়ার জালমিতে যোগ দেওয়ার খবর জানা যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে এই তথ্য জানায় জিওসুপার। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে থাকার কথা রয়েছে সাকিবের।

এদিকে আজ পিএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মুলতান সুলতানস ও লাহোর কালান্দার্স। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ মার্চ।

এদিকে প্লেয়ার্স ড্রাফটে সাকিবের নাম না থাকায় সরাসরি চুক্তিতে পেশোয়ার জালমির জার্সিতে মাঠ মাতানোর অপেক্ষায় আছেন সাকিব। মঙ্গলবার পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে তার দল। এই ম্যাচে মূল একাদশে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি এই বাংলাদেশি অলরাউন্ডারের।