কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

0
100

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: ১২ ফেব্রুয়ারী রবিবার সকাল ০৭ টা ৩০ মিনিটের সময় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে খুলনা মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা মহোদয়। প্যারেড পরিদর্শনান্তে পুলিশ কমিশনার মহোদয় প্রতিনিয়ত প্যারেড অনুশীলনের মাধ্যমে প্যারেডের আরো উৎকর্ষ সাধন ও মানোন্নয়নের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান।

কেএমপি’র মাস্টার প্যারেডের কমান্ডারের দায়িত্ব পালন করেন ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী অদ্যকার মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাছলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বিএম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)জনাব মোহাম্মাদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রফিক) জনাব মনিরা সুলতানা-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ; সহকারী পুলিশ কমিশনারবৃন্দ; অফিসার ইনচার্জবৃন্দ; আরআই পুলিশ লাইন্স ও সিটিএসবি, ট্রাফিক এবং ডিবি’র অংশগ্রহণকারী অফিসারবৃন্দ ও ফোর্সগণ।