তুরস্কে ধ্বংসস্তূপ এলাকায় লুটপাট, গ্রেপ্তার ৪৮

0
105

তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫ হাজারের কাছাকছিতে গিয়ে পৌঁছেছে। ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারে কাজ চলছে। জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এ অবস্থার মধ্যে ধ্বংসস্তূপ এলাকায় লুটপাটও চলছে। লুটপাটের এ ঘটনায় ভিন্ন ভিন্ন আটটি প্রদেশ থেকে অভিযুক্ত হিসেবে ৪৮ জনকে গ্রেপ্তার করেছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা( ইউএসজিএস) জানায়, সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৭ দশমিক ৮। কম্পনের উৎসস্থল ছিলো তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ২৪ দশমিক ১ কিলোমিটার গভীরে।

সিরিয়া, লেবাননসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশেও এই ভূমিকম্প আঘাত হানে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তুরস্ক ও সিরিয়া। সূত্র: ব্লুমবার্গ।