বিদেশি বিনিয়োগে সরকার খুবই আন্তরিক: বাণিজ্যমন্ত্রী

0
138

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য খুব ভালো জায়গা। সরকার বিদেশি বিনিয়োগের ব্যাপারে খুবই আন্তরিক। বিদেশি বিনিয়োগে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ট্রেড এক্সপো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আরিফ রহমান। বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় মন্ত্রী আরও বলেন, “কানাডার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ভিত তেমন মজবুত নয়। সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। দেশে এখন দক্ষ জনবল রয়েছে। এজন্য বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু পোশাকের ওপর নির্ভরশীল না থেকে আমাদের বাণিজ্যের ক্ষেত্র আরও বাড়াতে হবে। প্রবাসী বাংলাদেশিরাও যেন এ ব্যাপারে ভূমিকা রাখেন। তারাও যেন বাংলাদেশে বিনিয়োগ করেন।”

উল্লেখ্য, আগামী ৬ থেকে ৮ অক্টোবর কানাডার টরেন্টো ইন্টারন্যাশনাল সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে।