বান্দরবানে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র, নগদ টাকাসহ আটক ২০

0
125

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচির রেমাক্রী ব্রিজ এলাকায় টানা ১২ ঘন্টার রুদ্ধশাস অভিযানের পর র‍্যাবের হাতে আটক হয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জঙ্গি ও কুকিচীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ৩ সদস্য।

মঙ্গলবার রাতে থানচির রেমাক্রী ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজ ৮ ফেব্রুয়ারি বুধবার সকালে মেঘলা সদরস্ত র‍্যাব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় আটক জঙ্গি সদস্যরা বেশীরভাগই বিভিন্ন স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র।

কথিত হিজরতের নামে ২০২১ সালে তারা পাহাড়ে এসে কেএনএফ এর লুয়াং মমুয়াল পাড়ার পাশে জর্ডান প্রশিক্ষন ক্যাম্পে যোগ দেয়। একপর্যায়ে র‍্যাবের অভিযানের পর তারা ক্যাম্প ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে যায়।

পরে মঙ্গলবার জঙ্গিরা লুয়াং মুয়াল পাড়া থেকে রেমাক্রী ব্রিজ পার হওয়ার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র গোলাবারুদ নগদ টাকাসহ বোমা তৈরীর সরন্জাম।

শুধু তাই নয় হিজরতের নামে পাহাড়ে প্রশিক্ষন নিতে আসা ৫৫ জন জঙ্গির মধ্যে ২৩ জনকে আটক করা হয়েছে বলে জানায় র‍্যাব ।

এ বিষয়ে র‍্যাবের মিডিয়া উইন খন্দকার আল মইন সাংবাদিকদের জানান, গত অক্টোবর থেকে পাহাড়ে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত ৫৫ জঙ্গি ও ১৭ জন কেএনএফ সদস্যকে আটক করেছে র‍্যাব । ভবিষ্যতেও পার্বত্য বান্দরবান কে জঙ্গিমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।