কুষ্টিয়ার মটর শ্রমিকদের তথ্য যাচাই বাছাই করলেন ইউএনও জুবায়ের চৌধুরী

0
140

রেজা আহাম্মেদ জয়ঃ প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পাচ্ছে মটর শ্রমিকেরা। আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কথা ভেবে গত ১৫মে ২০২০ইং ৫০লক্ষ পরিবারকে ২৫০০টাকা নগদ অর্থ প্রদান করেন। কোভিট-১৯ সংকটে এবার মটর শ্রমিকেরা ২৫০০টাকা পেতে যাচ্ছে। এরই আলোকে কুষ্টিয়া সদর উপজেলার আওতাধীন ২২৩৮জন মটর শ্রমিক এ অর্থ সহায়তা পাবে বলে জানা যায়।

কুষ্টিয়া সদর উপজেলায় ২১জুলাই মটর শ্রমিকদের ভোটার আইডি সহ কর্মস্থলের পরিচয়পত্র ফটোকপি জমা নেয়। ২২জুলাই এসব জমাকৃত শ্রমিকদের তথ্য যাচাই বাছাই করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

উল্লেখ্য, দিন যত যাচ্ছে ততই কোভিট-১৯ ভয়াবহ রূপ ধারণ করছে। মানুষের জীবন থমকে গেছে করোনা নামক ভাইরাসের কাছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সঠিক নির্দেশনায় প্রতিটি জেলায় কাজ করে চলেছেন সরকারি কর্মকর্তা সহ আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ। দিন মজুর থেকে শুরু করে অসহায়ত্ব ভাবে যারা দিন যাপন করছে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
যেসকল শ্রমিক কাগজপত্র জমা দিয়েছে তারা কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা কিনা তা যাচাই-বাছাই করছেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জুবায়ের চৌধুরী বলেন, সদর উপজেলায় ২২৩৮ জনকে ২৫০০৳ করে প্রদান করা হবে। প্রত্যেক শ্রমিক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ সহায়তা পাবে। আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন, সরকারি বিধিনিষেধ নিয়ম মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হবেন না। যাদের বাহিরে বের হওয়া জরুরি তারা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন।