দেশে করোনায় আক্রান্ত আরও ১০ জন

0
183

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।  শুক্রবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৩৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে ২৬৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৫৮৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৩ হাজার ৭০০ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।