বড় ধরনের ড্রোন হামলার পরিকল্পনা করছে রাশিয়া: জেলেনস্কি

0
121

ইউক্রেনকে পুরোপুরি নিঃশেষ করে দিতে বড় ড্রোন হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে মাকিভকা শহরের রুশ সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় রাশিয়ান কমান্ডারদের গাফলতি আছে জানিয়ে, শাস্তির দাবি জানিয়েছে দেশটির রাজনৈতিক নেতারা।

ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলের দখল নিতে শুরু করে রাশিয়া। তবে যুদ্ধের ১০ মাস পর সে সকল অঞ্চলের চল্লিশ শতাংশ পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। এমনকি ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চলের ২৮ শতাংশও মুক্ত করার কথা জানাচ্ছেন ইউক্রেনের শীর্ষ সামরিক কর্মকর্তারা।

এদিকে ইউক্রেনকে পুরোপুরি ধ্বংস করতে রাশিয়া বড় ধরণের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে মস্কো বিশাল এই হামলা পরিচালনা করবে বলে জানান তিনি।

ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে গত তিন টানা রুশ হামলায় বিদ্যুৎ বিভ্রাট দেয়া দিয়েছে বিভিন্ন অঞ্চলে। এতে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশ কিছু অঞ্চলের জনজীবন।

এদিকে মাকিভকা শহরের রুশ সেনা ঘাঁটিতে হামলায় সেনা নিহতের পাশাপাশি রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে ইউক্রেনের সেনা বাহিনী। রাশিয়া প্রতিশোধ নিতে পাল্টা হামলার সম্ভাবনা থাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সওে যাবার নির্দেশ দিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

অন্যদিকে মাকিভকাতে হামলার ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া রাশিয়াজুড়ে। ইউক্রেনের এই হামলা পেছনে রুশ কমান্ডারদের গাফলতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন রাশিয়ার আইন প্রনেতারা। জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি তাদের।