ঘোড়াঘাটে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা, আসামী ১২০০

0
223

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি হত্যা কান্ডের ঘটনাকে কেন্দ্র করে চরাঞ্চল থেকে আসা প্রায় ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও চুরির অভিযোগে অজ্ঞাত প্রায় ১২শত জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ জানুয়ারী) উপজেলার খোদাতপুর চুনিয়াপাড়ায় মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২২) নামের দুই যুবক কে জমিজমা সংক্রান্ত বিরোধে হত্যা করে প্রতিপক্ষ ওমর আলী ও তার লোকজন। ওই ২ যুবকের লাশের ময়না তদন্ত শেষে পরের দিন বৃহস্পতিবার দাফনের পর স্থানীয় উত্তেজিত জনতা হত্যার সাথে জড়িত ওমর আলীর বাড়ি সহ আশেপাশের বসবাসরত চর এলাকা থেকে আগত প্রায় ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করে।

এসময় স্থানীয় উত্তেজিত জনতা অগ্নিসংযোগের সাথে ভাংচুর, জিনিসপত্র লুটপাট ও গরু ছাগল চুরি করে নিয়ে যায়।এতে করে সব মিলিয়ে প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় থানার ওসি আবু হাসান কবির জানান, শনিবার দিবাগত রাতে ঘোড়াঘাট সদর ইউনিয়নের এক গ্রাম পুলিশের সদস্য বাদী হয়ে অগ্নি সংযোগ, লুটপাট ও চুরির ধারার একটি মামলা দায়ের করেন।