রাসেলকে গুঁড়িয়ে ম্যাচ বের করলেন ব্রাভো-জাদরান

0
211

শেষ ওভারে এমআই এমিরেটসের প্রয়োজন ছিল ২০ রান। ব্যাটিংয়ে ছিলেন ব্রাভো-জাদরান। বোলিংয়ে আসেন অভিজ্ঞ আন্দ্রে রাসেল। এই অলরাউন্ডারকে ৩টি ছয় ২টি চার হাঁকিয়ে ২৫ রান নিয়ে নেন ব্রাভো-জাদরান। রুদ্ধশ্বাস ম্যাচে এমিরেটস জিতে যায় ৫ উইকেটে।

শনিবার (২১ জানুয়ারি) আইএল টি-টোয়েন্টির খেলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭০ রান করে আবুধাবি। রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৭৬ রান করে এমিরেটস। জাদরান ১৭ বলে ৩৫ ও ব্রাভো ৬ বলে ১৫ রান নিয়ে অপরাজিত ছিলেন। ম্যাচসেরার পুরস্কার ওঠে জাদরানের হাতে।

৪৩ বলে ৫৩ রান করে জয়ের ভিত গড়ে দেন আন্দ্রে ফ্লেচার। এ ছাড়া কিয়েরন পোলার্ড ২৩ বলে ৩১ ও নিকোলাস পুরান ১৩ বলে ২০ রান করেন। আবুধাবির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন লাহিরু কুমারা।

এর আগে ধনঞ্জয়া ডা সিলভার ৬৫ রানে ভর করে ১৭১ রানের লক্ষ্য দেয় আবুধাবি। এ ছাড়া চারিথ আসালংকা ২৩ ও সুনীল নারিন ২৮ রানে অপরাজিত ছিলেন। এমআইয়ের হয়ে ২ উইকেট করে নেন ফজল হক ফারুকি ও জাহুর খান।

তিন ম্যাচ খেলে একটি ম্যাচেও হারেনি এমিরেটস। অন্যদিকে নারিনের আবুধাবি সর্বোচ্চ ৫ ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি।