খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
213

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১৭ জানুয়ারী মঙ্গলবার খুলনা রেঞ্জের ডিসেম্বর, ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন। ডিসেম্বর, ২০২২ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ‘সাতক্ষীরা’, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ‘সদর সার্কেল, সাতক্ষীরা’ ও শ্রেষ্ঠ থানা হিসেবে কোতয়ালী থানা, যশোরকে পুরস্কৃত করা হয়।

এসআই (নি.) শ্রী রাজীব মন্ডল, কলারোয়া থানা ও এএসআই (নি.) মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরা সদর থানা, সাতক্ষীরা কে যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কৃত করেন জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়। এছাড়া ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয় ডিসেম্বর, ২০২২ মাসের বিশেষ ক্যাটাগরিতে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এসআই(নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন, জীবননগর থানা, চুয়াডাঙ্গা ও এসআই(নিঃ) এসএম মনিরুজ্জামান মিলন, জেলা গোয়েন্দা শাখা, মেহেরপুর কে পুরস্কৃত করেন।

ডিআইজি মহোদয় সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন পুলিশ সুপারগণকে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন এবং আওতাধীন জেলা ও ইউনিটের নিয়মিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড এবং থানা এলাকায় ওপেন হাউজ ডে, কমিউনিটি ও বিট পুলিশিং সভা, উঠান বৈঠক সহ অন্যান্য সভা করার নির্দেশ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, জনাব নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার বৃন্দ, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এর কর্মকর্তাবৃন্দ।