উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় ৭ বিএনপি নেতা-কর্মী আটক 

0
244

উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার পৃথক দুই বিস্ফোরক মামলায় ৭ বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার পূর্ব ঘোষিত দশ দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে পৌর শহরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয় বিজ্ঞান কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। ঐ মিছিলে বিএনপি নেতা-কর্মী সহ উক্ত মামলার আসামিরা যোগ দেয়। ঘটনাস্থল থেকেই পুলিশ ৭ আসামিকে আটক করে।

তারা হলো- উপজেলার দূর্গানগর ইউনিয়নের বাবলাপাড়া গ্রামের মৃত ফরমান মিয়ার ছেলে মামুন (৫৫), দড়িপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মনিরুল ইসলাম (৩০), কয়ড়া দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মোহাম্মদ আলী (২৫), বাখুয়া গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান বাবু (৫১), ভেংড়ী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে বুলবুল কবির (৪৮), বড়লক্ষীপুর গ্রামের মোঃ আকরাম হোসেনের ছেলে মোঃ আসলাম হোসেন (৪৮), আটিয়ারপাড়া এলংজানি গ্রামের মোঃ কোবাদ সরকারের ছেলে মোঃ খোকন মিয়া (২৬)।

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, সোমবার বিএনপি ঘোষিত দলীয় কর্মসুচি হিসেবে উপজেলা বিএনপি পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির ৭ নেতা-কর্মীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা রয়েছে বলে পুলিশ জানান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, মিছিল থেকে আটক হওয়া বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের প্রত্যেককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।