বিরামপুরে চুরির চেষ্টা, মাদক ও জুয়া খেলার অপরাধে আটক ৭ 

0
126

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: (১২ ই ডিসেম্বর) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিরামপুর থানা পুলিশের বিশেষ ঝটিকা অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তর নির্দেশে বিরামপুর থানার বিভিন্ন এলাকা হতে চুরির চেষ্টা, মাদক ও জুয়া খেলার অপরাধে ০৭ জন আসামিকে আটক করা হয়েছে।

প্রত্যেকটি ঘটনায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং মোবাইল কোর্ট মামলা নং- ৩৩, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে এর আসামী ১। মোঃ কবির ইসলাম (২৬), পিতা- মোঃ রেজাউল করিম, সাং- কাটাবাড়ী, থানা- ফুলবাড়ীকে ০৩ মাস, মামলা নং- ৩৪, তাং-১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ২। মোঃ শাহীন (২৭), পিতা-মৃতঃ আঃ কাদের, সাং- নিমতলা, থানা- ফুলবাড়ীকে ০১ মাস, মামলা নং-৩৫, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৩। মোঃ আঃ আলীম (২৮), পিতা- মোঃ মনছুর, সাং- চকপাড়া, থানা- বিরামপুরকে ০১ মাস, মামলা নং- ৩৬, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৪। মোঃ জোবায়ের হোসেন(২২), পিতা- আঃ খবির সাং- মুকুন্দপুরকে ০৩ দিন, মামলা নং- ৩৭, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৫। মোঃ মোস্তফা (৩২), পিতা- রিয়াজ উদ্দিন, সাং- মুকুন্দপুরকে ১০ দিন, মামলা নং- ৩৮, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৬। মোঃ শামীম, পিং- বিষু, সাং- পটুয়া কোলকে ০৭ দিন, মামলা নং- ৩৯, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৭। মোঃ নুর ইসলাম(২৩), পিতা- আঃ আলীম, সাং- মুকুন্দপুরকে ০৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, সাজাপ্রাপ্ত আসামিদেরকে আজ দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।