ঈদে বিশেষ ট্রেন চালু করে করোনা গ্রামে ছড়াতে চাই না: রেলমন্ত্রী

0
89

প্রতিবছর ঈদে গ্রামে ফেরা মানুষের জন্য ট্রেনে বাড়তি বগি বা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। তবে আসন্ন ঈদ উল আজহায় বাড়তি ট্রেন বা অগ্রিম টিকেট বিক্রি করবে না রেল কর্তৃপক্ষ। অন্যান্য সময়ের মতো স্বাভাবিক গতিতেই ট্রেন চলবে। করোনা যাতে গ্রামে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেল ভবনে ঈদের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ঈদে রেলের বাড়তি কোনো প্রস্তুতি নেই, সরকারের নির্দেশনা অনুযায়ী যেভাবে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলছে, সেভাবেই চলবে।

নূরুল ইসলাম সুজন বলেন, ঈদে যে যেখানে আছেন, সেখানেই ঈদ উদযাপন করুন। দেশের স্বার্থে আপনারা বাড়ি যাওয়া থেকে বিরত থাকুন। নিজেকেও নিরাপদ রাখুন।

তিনি বলেন, আমরা যদি বাড়তি ট্রেন যোগ করি তাহলে সেটা বিপরীত হয়ে যাবে। একদিকে বলছি, বাড়ি যাবেন না, অন্য দিকে সুযোগ করে দিচ্ছি, সেই বিপরীতমুখী কাজ করবে না রেল। মহামারি হ্রাস না পাওয়া পর্যন্ত যেভাবে ট্রেন চলছে, সেভাবেই চলবে। কোনো ভাড়াও বাড়ানো হবে না।