টাংগাইলের দেলদুয়ারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন

0
242

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন টাঙ্গাইল -৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার(৩ জানুয়ারি), সকাল হতে দিন ব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে গোমজানি নতুন পাকা সড়ক, বারআটিয়া রাস্তা, বোয়ালজান রাস্তাসহ বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও এলাচিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী,দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন মৃধা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমনসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।