লঞ্চে অত্যাধুনিক সুবিধা সংযুক্ত মৃতদেহ বহনে সক্ষম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দাবিতে মানববন্ধন

0
166

ইয়ামিন হোসেন,ভোলা: প্রতিটি লঞ্চে অত্যাধুনিক সুবিধা সংযুক্ত মৃতদেহ বহনে সক্ষম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায়ে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরমের আয়োজনে ভোলায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়ামিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, ইসলামী আন্দোলন এর জেলা সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান, আবৃত্তি সংসদের কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান পিংকু।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ভোলা ব্লাড ব্যাংকের সভাপতি রাশেদুজ্জামান হ্যাভেন, ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সাংবাদিক শাহরিয়ার জিলন, সাগর চৌধুরী, এম শরিফ হোসেন, বিডিএস এর সভাপতি সোলাইমান মামুন, স্বেচ্ছাসেবী সংগঠক বিল্লাল হোসেন, রাব্বি, ইমরান তাহের, সামছুদ্দিন।

বদ্বীপ ফোরাম এর সমন্বয়কারী মীর মোশারেফ অমির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন একুশে টিভির সাংবাদিক মেজবা উদ্দিন শিপু, জেলা যুবলীগ নেতা রোবায়েত শুশান, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মীর মোস্তাফিজুর রহমান রনি ভোলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচ এম নাহিদ, সিএইচপি এর সভাপতি মাকছুদুর রহমান জিলানী, শিক্ষক হেলাল উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও গণমাধ্যম কর্মীরা।

এ বিষয়ে ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু এক বিবৃতিতে বলেন সরকারী অনুমোদন নিয়ে জনস্বার্থে লঞ্চ চলাচল করে সেই সব লঞ্চে যদি তাদের আপনজনের মরদেহ ভোলায় আনতে না পারে। তাহলে এই লঞ্চ রয়েছে কার স্বার্থে?

তিনি এ ব্যাপারে ভোলার সকল সাংবাদিকদের তাদের লিখনীর মাধ্যমে জনমত তৈরিতে কাজ করার জন্য আহ্বান করেন।