খুলনায় শব্দ দূষণ বিরোধী অভিযানে জরিমানা ও হর্ন জব্দ

0
219

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনায় পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ বিরোধী অভিযানে চার হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় হয়েছে। সেই সাথে তেরটি হাইড্রোলিক হর্ন জব্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নগরীর আড়ংঘাটা বাইপাস মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

শব্দদূষণ রোধে এ অভিযান চালিয়ে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী’ ছয় যানবাহনকে চার হাজার পাঁচশত টাকা জরিমানা ও তেরটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন, পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ।

শব্দদূষণ মানব শরীরের জন্য ক্ষতিকর সে সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয় । মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন, আড়ংঘাটা থানার পুলিশ সদস্যবৃন্দ। পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়।