হিলিতে মাদক ও মোবাইল আশক্তি থেকে যুব সমাজকে বিরত রাখতে স্কাউটদের প্রচারণা

0
261

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে শুরু হওয়া স্কাউট সমাবেশের তৃতীয় দিনে ডেঙ্গু, মাদক ও মোবাইল আশক্তি থেকে যুব সমাজেকে বিরত রাখতে বিভিন্ন প্রচারণা চালিয়েছে স্কাউট সদস্যরা।

আজ সোমবার সকাল ১০ টা থেকে হিলি চারমাথা মোড়, বাজার, রাজধানী মোড় সহ সীমান্তবর্তী পাড়া-মহল্লায় সমাবেত হয়ে স্থানীয়দের সচেতন করতে এই প্রচারণা চালানো বলে জানান স্কাউট সমাবেশের কর্মকর্তারা।

এসময় ডেঙ্গু থেকে রক্ষা পেতে করণীয়, মাদক ও মোবাইল আশক্তির কুফল গুলো স্থানীয়দের মাঝে তুলে ধরেন স্কাউট সমাবেশে অংশ নেয়া দল নেতারা।

স্কাউটিং করি সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে গত ২৪ ডিসেম্বর থেকে বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে শুরু হয়েছে ৫দিন ব্যাপি প্রথম স্কাউট সমাবেশ।

সমাবেশে ২৭টি মাধ্যমিক স্কুল ও সমমান মাদ্রাসার ৩শ জন স্কাউট পদ্মা, মেঘনা, যমুনা নামে সাব ক্যাম্প স্থাপন করে অংশ গ্রহন করে।