ভারতে সারাক্ষণ হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে : রাহুল

0
130

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষমতাসীন বিজেপি সরকারকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ধর্মীয় ভিন্নতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ঘৃণা ছড়াচ্ছে বিজেপি।

এনডিটিভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ভারত জোড়ো যাত্রা নিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশের পর ঐতিহাসিক লাল কেল্লায় বক্তব্য দেওয়ার সময় রাহুল গান্ধী এসব কথা বলেছেন।

রাহুল বলেছেন, ভারতের মূল সমস্যাগুলো থেকে মানুষের মনযোগ সরানোর জন্য সারাক্ষণ (২৪x৭) হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও গতকাল শনিবার সকালের দিকে ভারত জোড়ো যাত্রায় যোগ দেন। পরে লাল কেল্লার কাছাকাছি পৌঁছালে মিছিলে যোগ দেন অভিনেতা কমল হাসান।

রাহুল গান্ধী বলেন, ‘আমি দুই হাজার ৮০০ কিলোমিটার হেঁটেছি। কিন্তু কোনো ঘৃণা দেখিনি। আমি টেলিভিশন চালু করলেই সহিংসতা দেখতে পাই। গণমাধ্যম আমাদের বন্ধু। কিন্তু আমরা যা বলি বাস্তবে তা কখনোই দেখায় না। কারণ পেছনের মঞ্চ থেকে আদেশ আসে …। তবে এই দেশ ঐক্যবদ্ধ। এই দেশের প্রত্যেকে মিলেমিশে থাকতে চায়।’

কমল হাসান বলেন, প্রথম দিকে লোকজন আমার কাছে এসে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগদান এবং গান্ধীর সাথে হাঁটাকে ভয়াবহ রাজনৈতিক ভুল হবে বলে সতর্ক করে দিয়েছিলেন।