আইপিএল নিলামের প্রথম ধাপে অবিক্রিত সাকিব

0
144

আগের তুলনায় ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি কমিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবার আইপিএলের নিলামে দল পেলেন না বাংলাদেশের টি-২০ অধিনায়ক। গতবারের মতো এবারও নিলামে অবিক্রিত থাকলেন এই অলরাউন্ডার। তবে নিলামের শেষ দিকে আবারও তোলা হতে পারে তার নাম।

এবারের সেট টু’তে অলরাউন্ডার ক্যাটাগরিতে ছিল সাকিবের নাম। ভিত্তিমুল্য ছিল দেড় কোটি রুপি। কিন্তু কোনো দলই আগ্রহ দেখায়নি তাতে। ২০১১ সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ সাকিব। ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। দুটো শিরোপা জিতেছেন সেই দলের হয়ে। ২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন এই অলরাউন্ডার। তবে ২০২১ সালে আবারও ফেরেন কলকাতায়। এর পরের বছর তাকে ছেড়ে দেয় কেকেআর। আইপিএলে ৯ আসরে ৭১ ম্যাচ খেলে ৭৯৩ রান ও ৬৩ উইকেট নিয়েছেন।

প্রথম ধাপ শেষে অবিক্রিত খেলোয়াড়দের আবারও নিলামে তোলা হয়। সেখানে সাকিবের নাম থাকবে কি না সেটা সময়ই বলে দেবে।