রাজারহাটে চারদিন ব্যাপী সংস্কৃত ও পালি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 

0
350

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:বুধবার বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃত কলেজে চার দিন ব্যাপী সংস্কৃত ও পালি পরীক্ষা শেষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়,গত ১৮ডিসেম্বর আদ্য প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে ৯৪জন করে ,১৯ডিসেম্বর মধ্যম প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে ১০০জন করে,২০ডিসেম্বর

উপাধি প্রথম ও দ্বিতীয় পত্র এবং ২১ডিসেম্বর উপাধি তৃতীয় ও চতুর্থ পত্রে ১১১জন করে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এতে ব্যাকরণ (কলাপ) কাব্য, বেত, পুরাণ,স্মৃতি,আয়ুর্বেদ,জ্যোতিষ পৌরহিত্য,বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন,বৈদ্যের বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বেশ্বর রায় জানান শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।#