বিজয় দিবস উপলক্ষে হিলিতে একদিনের নারী উদ্দোক্তা বিজয় মেলা

0
152

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে নারী উদ্দোক্তা ফোরামের আয়োজনে এক দিনের এই মেলার অনুষ্ঠিত হয়।শুক্রবার হামিকপুর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম, সহকারী ভুমি কর্মকর্তা মোখলেদা খানম মিম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, নারী উদ্দোক্তা ফোরামের সভাপতি রোমানা জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এই মেলায় মোট ২৪টি স্টলে নারীরা তাদের হাতে তৈরি থ্রি পিস, শাড়ি কাপড়, শীতের চাদর, শিশুদের উলের টুপি, বিভিন্ন রকম আইসক্রিম, জন্মদিনের কেক, নানা রকম পিঠা, খেজুর গুড়সহ বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে বসেন। এছাড়া তাদের হাতে বানানো এই পণ্য এই মেলাই মাধ্যমে মেলা দেখতে আসা ক্রেতাদের মাঝে এই পণ্য বিক্রিয় করতে পাড়ায় খুশি তারা

মেলায় অংশ নেয়া নারী উদ্দোক্তারা বলেন, সরকারি ভাবে সহজ শর্তে এবং অল্প সুদে তাদের ঋণ দেয়া হলে নারীরা আরও বেশি নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। এবং আগামিতে তারা নিজের হাতে আরো ভালো কিছু তৈরি করতে পারবে বলে মনে করেন। এছাড়াও নতুন কিছু আইটিম নিয়ে আসবে বলে আশা করেন।