ফিলিপাইনের কমিউনিস্ট নেতার মৃত্যু

0
219

ফিলিপাইনের কমিউনিস্ট নেতা জোসে মারিয়া সিসন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি মাওবাদী বিদ্রোহের সূচনা করেন। শনিবার দেশটির কমিউনিস্ট পার্টি এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নেদারল্যান্ডসে মারা যান। ১৯৮৭ সালে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই সেখানে তিনি স্বেচ্ছায় নির্বাসনে বসবাস করছিলেন। দাবি করা হয় ১৯৮৭ সালের ওই বিদ্রোহে হাজারো মানুষের সম্পৃক্ততা ছিল।

এ নেতার মৃত্যুর কারণ উল্লেখ না করে পার্টির এক বিবৃতিতে বলা হয়, ‘সিসন উট্রেচের একটি হাসপাতালে দুই সপ্তাহ বন্দি অবস্থায় থাকার পর ফিলিপাইন সময় ৮টা ৪০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

‘ফিলিপাইনের মেহনতি মানুষ তাদের শিক্ষক এবং পথপ্রদর্শকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’

সিসন সাবেক আমেরিকান উপনিবেশে ‘মার্কিন সামাজ্যবাদের’ অবসান ঘটাতে সরকারকে উৎখাত করার এবং একটি মাওবাদী ধাচের কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার আশা করেছিলেন। ১৯৬৯ সালে শুরু হওয়া চলমান সশস্ত্র সংগ্রাম ক্রমেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে দেখা যায়।