সেমিফাইনাল-ফাইনালের জন্য নতুন বল ‘আল হিলম’

0
211

কাতার বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য নতুন বল উন্মুক্ত করেছে ফিফা। নতুন এই বলের নাম দেয়া হয়েছে ‘আল হিলম’। এর আগে অফিসিয়াল ম্যাচে ব্যবহৃত বলের নাম ছিলো ‘আল রিহলা’।

আরবি ভাষায় ‘আল হিলম’ এর অর্থ হচ্ছে ‘দ্য ড্রিম’ বা স্বপ্ন।

বলটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে এডিডাসের সর্বাধুনিক প্রযুক্তি। যেটি ব্যবহৃত হয়েছে ‘আল রিহলা’ বা ‘দ্য জার্নি’ বা যাত্রা শুরু নামে ব্যবহৃত বলগুলো তৈরিতে। যা চলতি বিশ্বকাপে ম্যাচ কর্মকর্তাদের খুব দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহে কর্য্যকরী প্রমাণিত হয়েছে।

খেলোয়াড়দের অবস্থানের তথ্য নির্ভুলভাবে পাঠানোর পাশাপাশি এটা ভিডিও ম্যাচ কর্মকর্তাদেরও তাৎক্ষণিক তথ্য সরবরাহে ভুমিকা রেখেছে। যার ফলে দর্শকরাও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

বলের মধ্যে আইডএমইউ সেন্সরের মাধ্যমে সংগ্রহ করা ডাটার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে। যাতে সয়ংক্রিয়ভাবে অফসাইড শনাক্ত করা যায়। বিশেষ করে গুরুতর মুহূর্তে অফসাইডের নির্ভুল তথ্য মুহূর্তেই সরবরাহ করতে পারে এই প্রযুক্তি।

ফিফার ফুটবল টেকনোলজি এন্ড ইনোভেশন বিষয়ক পরিচালক জোহানেস হোলজমুলার বলেন, ‘বল প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস ভিডিও ম্যাচ কর্মকর্তাদের কাছে তথ্য পাঠানোর গুরুত্বপূর্ণ পদ্ধতিও এতে সংযুক্ত করেছে।’