হিলিতে বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
322

হিলি প্রতিনিধিঃ হিলিতে বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাহিলি কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে হিলি রাজধানী মোড়ে ফাঁকা জায়গায় বীর মৃক্তিযোদ্ধা জহির উদ্দিনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও হাকিমপুর থানা অফিসার ইনর্চাজ আবু সায়েম মিয়া নিহত বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিনকে রাষ্ট্রিয় সালাম প্রদান করেন।

পরে নামাজে জানাজা শেষে অনুষ্ঠিত হয়। জানাজায়, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। গতকাল বুধবার বিকেলে হঠাত অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে হৃদ যন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন হিলি’র দক্ষিণ বাসেদেবপুর এলাকার মৃত খোকা বস্কো ছেলে। মৃত্যুকালে তিনি , দুই ছেলে ও দুই মেয়ে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।