চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

0
127

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে চকপাড়া মাঠ থেকে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন ৯৭৫০ পিস ইয়াবা, ০৪টি দেশী ওয়্যান স্যুটার গান, ০৪ রাউন্ড গুলি উদ্ধার এবং অপর আরেক দুটি অভিযানে বালিয়াদিঘী থেকে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদ এবং ৩০০ গ্রাম হেরোইন ও নলডুবি ব্রীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করে ৫৯বিজিবি’র টহল দল।

৫৯বিজিবি একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজস্ব তথ্যের ভিত্তিতে ০২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ২.৩০ মিনিটের সময় চকপাড়া বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩ মেইন হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপ চকপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৯৭৫০ পিস ইয়াবা ওপর এক অভিযানে নিজস্ব তথ্যের ভিত্তিতে ০২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ০২টার সময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া স্থানে ০৩ জন চোরাকারবারীকে দেখতে পায়।

এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ০১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগ হতে মালিকবিহীন ০৪টি দেশী ওয়্যান স্যুটার গান এবং ০৪ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় ওপর এক অভিযানে নিজস্ব তথ্যের ভিত্তিতে ০২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ০৫টার সময় সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ কামরুজ্জামান বিশ্বাস এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদ এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ০১ ডিসেম্বর ২০২২ তারিখ দিবাগত রাত ৯.৩০ মিনিটের সময় সোনামসজিদ বিওপির হাবিলদার মুহাম্মদ সোহেল রানা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি ব্রীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা, দেশী ওয়্যান স্যুটার গান ও গুলি ফেন্সিডিল, বিদেশী মদ এবং হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।